বিএনপি দলীয় সংসদ সদস্যদের আনুষ্ঠানিকভাবে পদত্যাগের পর তাদের ছয়টি সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশিত হয়েছে।
রোববার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সচিব কেএম আবদুস সালাম স্বাক্ষরিত এ গেজেট প্রকাশিত হয়।
জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ১১ ডিসেম্বর সকালে তারা পদত্যাগ করায় এসব আসন শূন্য হয়েছে।
যে ছয় সংসদের আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি হয়েছে তারা হলেন- উকিল আব্দুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২), জি এম সিরাজ (বগুড়া-৭), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), মোশাররফ হোসেন (বগুড়া-৪) ও রুমিন ফারহানা (সংরক্ষিত নারী আসন ৫০)।
বর্তমানে বিদেশে অবস্থানরত চাঁপাইনবাবগঞ্জ-৩ হারুনুর রশীদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। হারুনুর রশীদের স্ক্যান করা সই ও ইমেইলে পাঠানো পদত্যাগপত্র ‘স্বাক্ষরযুক্ত’ বিবেচিত না হওয়ায় তাকে আবার জমা দিতে হবে। এ সংসদ সদস্যও অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে এক সপ্তাহ পরে স্ব-স্বাক্ষরে পদত্যাগপত্র জমা দেবেন বলে বিএনপির পদত্যাগীরা জানিয়েছেন।