রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ ||

দৈনিক নিউজপেপার

প্রকাশের সময়:
মাঘ ৪ ১৪২৮ সন্ধ্যা 6:55

517

মো: তানজিম হোসেন

চিনি-ডালের দাম বাড়াল টিসিবি

প্রকাশের সময়: মাঘ ৪ ১৪২৮ সন্ধ্যা 6:55

517

মো: তানজিম হোসেন

চিনি-ডালের দাম বাড়াল টিসিবি

বাজারে যখন চড়া দাম তখন টিসিবিও বাড়াল চিনি ও মসুর ডালের দাম। এখন থেকে প্রতি কেজিতে ৫ টাকা বেশি দিয়ে চিনি কিনতে হবে ৬০ টাকা আর মশুর ডালের দাম ৭০ টাকা।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় টিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ ডিসেম্বর (বুধবার) থেকে নতুন দাম কার্যকর হবে। তবে চিনি ও ডালের দাম বাড়লেও সয়াবিন তেল আগের দামেই আছে। প্রতি লিটার কেনা যাবে ১১০ টাকা দরে।

শুধু ফ্যামিলি কার্ডধারীরা নির্ধারিত ডিলারের দোকান থেকে এ সব পণ্য কিনতে পারবে। একজন সর্বোচ্চ ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে পারবেন।

কিছু দিন বিরতির পর বুধবার থেকে আবারও শুরু হচ্ছে দেশব্যাপী ১ কোটি মানুষকে কম দামে পণ্য বিক্রির এ কার্যক্রম।