রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ ||

দৈনিক নিউজপেপার

প্রকাশের সময়:
মাঘ ৪ ১৪২৮ সন্ধ্যা 6:55

336

মো: তানজিম হোসেন

অবৈধ সম্পদের তালিকায় শীর্ষে সরকারি কর্মকর্তারা

প্রকাশের সময়: মাঘ ৪ ১৪২৮ সন্ধ্যা 6:55

336

মো: তানজিম হোসেন

অবৈধ সম্পদের তালিকায় শীর্ষে সরকারি কর্মকর্তারা

দুর্নীতি দমন কমিশন-দুদকের মামলার তালিকায় শীর্ষে সরকারি কর্মকর্তারা। যাদের বেশিরভাগের বিরুদ্ধেই অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। তবে এ বছর সেপ্টেম্বর থেকে নভেম্বর এই ৩ মাসের মামলার তালিকায় নাম নেই কোন রাজনীতিবিদের।

দুদক প্রকাশিত ত্রৈমাসিক তালিকায় উঠে আসে এসব তথ্য।

বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশনের পরিচালক ও যুগ্ম সচিব সাজ্জাদুল ইসলামের বিরুদ্ধে সেপ্টেম্বরে মামলা করে দুদক। প্রায় ৭৫ লাখ ৫৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তার বিরুদ্ধে। শুধু সাজ্জাদ নয়, সেপ্টেম্বর থেকে নভেম্বর ৩ মাসে দুদকের মামলার ১০২ আসামির মধ্যে ৪৪ জনই সরকারি কর্মকর্তা।

দুদক কমিশনার জহুরুল হক জানিয়েছেন, সরকারি অনেক কর্মকর্তাই নিজেদের অবস্থান ও ক্ষমতাকে কাজে লাগিয়ে দুর্নীতি করেন। অবৈধ উপায়ে আয় করা টাকায় গড়েন সম্পদের পাহাড়।

দুদকের তিন মাসের মামলার তালিকায় নাম নেই কোনো রাজনীতিবিদের। যদিও সংস্থাটির দাবি, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখছে তারা।

তিন মাসে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ৩৫ জন ও ঘুষ লেনদেনের অভিযোগে একজন সরকারী কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।