তারিখ: ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টিকার উপর স্থগিতাদেশ তুলে নিল



Share on:
newspaper || এপ্রিল ২৪, ২০২১ || ৬:০২ পূর্বাহ্ণ

১১ দিন বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রে তুলে নেওয়া হয়েছে জনসন অ্যান্ড জনসনের তৈরি কভিড টিকার উপর স্থগিতাদেশ। রক্ত জমাট বাঁধার ঝুঁকি বিবেচনায় আবার শুরু হয়েছে টিকার ব্যবহার। মার্কিন নীতি নির্ধারকদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

৮০ লাখ টিকা গ্রহণকারীর মধ্যে টিকা জমাট বাঁধার সমস্যায় পড়েছেন মাত্র ৫০ জন।  এর আগে , ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ভ্যাকসিনের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ইউরোপীয় নীতি নির্ধারকরা চলতি মাসে অ্যাস্ট্রাজেনেকা কভিড -১৯ টিকার সঙ্গে জনসনের টিকার রক্তজমাট সমস্যার মিল খুঁজে পান। তবে এর উপকার অনেক বেশি বলে জানিয়েছে তারা।

শুক্রবার বিকেলে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এবং খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) সিডিসির পরামর্শক প্যানেলের নির্দেশনা মেনে স্থগিতাদেশ তুলে নেয়। প্যানেলের সদস্যরা ১৮ বয়সোর্ধ্বদের জনসনের টিকা দেয়ার পক্ষে মত দিয়েছিলেন।

এদিকে শুক্রবার নতুনভাবে টিকাগ্রহীতাদের মধ্যে নয়জনের শরীরে রক্তজমাট বাধার খবর পাওয়া গেছে। এর আগে আরও ছয়জন একই সমস্যার শিকার হয়েছিলেন। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ভুক্তভোগীরা  সবাই নারী এবং তাদের বয়স ৫০ বছরের নিচে। এদের মধ্যে তিনজন মারা গেছেন, সাতজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া কিছু পুরুষের মধ্যেও রক্তজমাট বাধার বিষয়টি দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজ খুজুন

সাম্প্রতি খবর


ইন্দোনেশিয়ায় নিখোঁজ সাবমেরিন
এপ্রিল ২৪, ২০২১ || ৬:১০ পূর্বাহ্ণ

গণপরিবহন খুলে দেওয়ার দাবি
এপ্রিল ২৪, ২০২১ || ৬:০৯ পূর্বাহ্ণ

তাদের আকাশ-পাতাল পার্থক্য সাকিবের সঙ্গে !
এপ্রিল ২৪, ২০২১ || ৬:০৭ পূর্বাহ্ণ

আজকের খেলা টি-স্পোর্টসে
এপ্রিল ২৪, ২০২১ || ৬:০৫ পূর্বাহ্ণ