বাংলা নিউজপেপার ওয়েবসাইট

বাংলা নিউজপেপার ওয়েবসাইট

tmitstore / February 19, 2023 / 748 Views

আজকে ব্লগে আলোচনা করব কিভাবে আপনি নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করবেন।

নিউজপেপার ওয়েবসাইট কি?
যেসব ওয়েবসাইটের মাধ্যমে দৈনন্দিন নিউজ সমূহ পাবলিশ করা হয় সেসব ওয়েবসাইটকেই নিউজ পেপার ওয়েবসাইট বলা হয়।

নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করতে গেলে কি কি প্রয়োজন হয়?
একটি নিউজপেপার ওয়েবসাইট তৈরি করতে গেলে একটি ডোমেইন হোস্টিং এবং থিম প্রয়োজন হয়।
একটি নিউজপেপার ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনাকে একটি ডোমেইন ক্রয় করতে হবে যেমন ডটকম ডোমেইন । অতঃপর সেই ডোমেনটিকে একটি হোস্টিংয়ে হোস্ট করতে হবে। হোস্ট করার পর একটি থিমের সাহায্যে আপনার নিউজ কনটেন্ট সমূহ সাজাতে হবে, এভাবে একটি নিউজ পেপার ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন।

বর্তমানে অসংখ্য নিউজ পেপার থিম রয়েছে তার মধ্যে অন্যতম নিউজ পেপার এক্স থিমটি,  এছাড়াও টি এম আই টি স্টোরের কিছু প্রিবিল্ড নিউজ পেপার থিম রয়েছে যেগুলো ওয়ার্ডপ্রেস এবং লারাভেলে তৈরি, আপনি চাইলে এই থিমগুলো ব্যবহার করেও আপনার নিউজ পেপার ওয়েবসাইট কে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করতে পারবেন । 

একটি নিউজপেপার ওয়েবসাইট তৈরি করতে কেমন খরচ হয়?
একটি ডোমেইন: ৯০০-১০০০ টাকা
হোস্টিং: ৫০০-৫০০০ টাকা (প্যাকেজের উপর নির্ভর করে)
থিম: ২০০০-৬০০০ টাকা (ডিজাইন ও অন্যান্য বিষয়াদীর উপর নির্ভর করে)

নিচে নিউজপেপার ওয়েবসাইটগুলোর ছবি ও লিংক দেওয়া হলো:

১। কাস্টম লারাভেল নিউজপেপার থিম:

লারাভেল নিউজপেপার থিম

 

২। ওয়ার্ডপ্রেস নিউজপেপার থিম:
WordPress Newspaper Theme

 

৩। ওয়ার্ডপ্রেস নিউজপেপার থিম:
Newspaper - News & WooCommerce WordPress Theme

 

উপরের কয়েকটি থিম দিয়ে আপনি প্রফেশনাল একটি নিউজপেপার ওয়েবসাইট তৈরি করতে পারবেন।

আমাদের থেকে সার্ভিস পেতে কল করুন ০১৯৫৪১৮১১৮৪ অথবা মেইল করুন [email protected] ধন্যবাদ।

 

 

5/5 - (5 votes)